একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের জ্ঞাতার্থে

| মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর, ২০২২ at ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির উদ্যোগে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সিজেকেএস জিমনেসিয়াম সংলগ্ন প্রশিক্ষণ মাঠে সিজেকেএস সাধারণ সম্পাদকের পিতা মরহুম সৈয়দ মঈনুদ্দিন হোসাইন স্মরণে অনূর্ধ্ব-১৬ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। এতে অংশগ্রহণে আগ্রহী চট্টগ্রামের একাডেমি সমূহকে আজ থেকে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টার মধ্যে স্ব স্ব প্যাডে ৩ হাজার টাকা এন্ট্রি ফি সহ চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির স্টেডিয়ামস্থ কার্যালয়ে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান /সম্পাদক বরাবরে আবেদন করতে বলা হয়েছে। উল্লেখ্য, খেলোয়াড়দের অবশ্যই স্কুল ছাত্র এবং ২৫-০৯-২০০৬ এর পরে যাদের জন্ম, শুধু তারাই এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে। যোগাযোগ, প্রিন্স- ০১৮১৯-১০৭৮৩৩। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅদিতি সঙ্গীত নিকেতনের রবীন্দ্র-নজরুল জয়ন্তী
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়ায় নাঙ্গলমোড়া স্কুল চ্যাম্পিয়ন