ক্লাইম্ব–সিডিএফএ একাডেমি কাপ (অনূর্ধ্ব–১৫) টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলের গ্রুপিং সম্পন্ন হয়েছে। গত শনিবার রাতে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৩০টি একাডেমি দলকে ৮ গ্রুপে বিভক্ত করা হয়। গ্রুপিং অনুষ্ঠানে লটারীর মাধ্যমে ১ ও ২ নং গ্রুপে ৩টি করে এবং ৩ থেকে ৮ নং গ্রুপে ৪টি করে দল অন্তর্ভুক্ত করা হয়। ইতিমধ্যে বাছাই কার্যক্রমের পরে ৩০টি দলের হয়ে একাডেমি কাপে খেলার জন্য খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। গ্রুপিং অনুষ্ঠানে সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, সিজেকেএস ক্লাব সমিতির সহ–সভাপতি নজরুল ইসলাম লেদু, সিডিএফএ সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত পাবলু ও সালাউদ্দিন জাহেদ সহ সিডিএফএ বাছাই কমিটির সদস্য সচিব মাহামুদুর রহমান, সদস্য আবু সৈয়দ মাহামুদ, কাজী জসিম উদ্দিন, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, হারুনুর রশীদ, ক্রীড়া সংগঠক বিপ্লব দে পার্থ, দিদারুল আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট সিডিএফএ কর্মকর্তা ও অংশগ্রহণকারী একাডেমি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ৩০টি একাডেমি দলের অংশগ্রহনে ক্লাইম্ব – সিডিএফএ একাডেমি কাপ (অনূর্ধ্ব–১৫) টুর্নামেন্ট শুরু হবে।










