একাডেমি কাপ অনূর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টে শোভনীয়া ক্লাবের শুভসূচনা

খেলার মাঠে যাদু প্রদর্শনী!

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১:২৪ অপরাহ্ণ

এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল শনিবার বিকেলে ছিল উৎসবমুখর পরিবেশ। অনূর্ধ্ব১৩ বছর বয়সী ক্ষুদে ফুটবলারদের উপস্থিতি, তাদের রং বেরং এর জার্সি পরিধান মাঠকে রঙ্গীন করে তুলেছিল। ১২টি দলের এইসব ক্ষুদে ফুটবলাররা মাঠে এসেছিল প্রথমবারের মতো আয়োজিত একাডেমি কাপ অনূর্ধ্ব১৩ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে। তবে এমন সুন্দর পরিবেশটার সৌন্দর্য ম্লান হয়েছে অনভিজ্ঞ সংগঠকদের কারণে। বেলুন হাতে লাইন ধরে মাঠে দাঁড়িয়েছিল ছোট্ট ফুটবলাররা। আর তাদেরকে দাঁড় করিয়ে রেখেই দীর্ঘক্ষণ বক্তৃতার মহড়া চালিয়ে গেলেন কর্মকর্তাবৃন্দ। তাঁরা বুঝতে চাইলেন না এই কোমলমতি ছেলেরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। আবার এদের মধ্যে দুটি দলের খেলোয়াড়রা কিছুক্ষণ পরেই খেলতে নামবে মাঠে। তাদের স্ট্যামিনা কতটুকু বজায় থাকবে খেলার জন্য। না, সেসব বিবেচ্য নয়। সমানে দীর্ঘক্ষণ বক্তব্য দেওয়ার পালা চললো। এরপর সবাইকে অবাক করে শুরু হলো যাদু প্রদর্শনী। অদ্ভুত এ কান্ডটি খেলার মাঠে আর কখনো দেখা যায়নি। এ আয়োজনে উপস্থিত অনেককেই বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে। সব মিলিয়ে প্রায় দেড় ঘন্টার এ উদ্বোধনী অনুষ্ঠান দৃষ্টিকটু ঠেকেছে সবার কাছে। সিজেকেএস এবং সিডিএফ এর অভিজ্ঞ কর্মকর্তাবৃন্দ এ থেকে আর কখন বের হতে পারবেন কে জানে। উদ্বোধনী অনুষ্ঠানে সময়ক্ষেপণের জন্য খেলা শুরু হতে দেরি হওয়ায় খেলার শেষ দিকে স্টেডিয়ামের ফ্লাডলাইটও জ্বালাতে হয়। গতকাল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শেখ রাসেল এনএইচটি হোল্ডিংস লি. একাডেমি কাপ অনূর্ধ্ব১৩ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে শুভ সূচনা করেছে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। তারা ২১ গোলে কুয়াইশ স্পায়ারকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ১০ গোলে এগিয়েছিল। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে শোভনীয়া দল। এ থেকে খেলার ৫ম মিনিটে তারা পেনাল্টি লাভ করে। তাদের আক্রমণভাগের খেলোয়াড় বক্সে বাধাপ্রাপ্ত হলে রেফারী পেনাল্টি দেন শোভনীয়ার পক্ষে। তা থেকে দলের মো. তানভীর ইউছুপ গোল করে দলকে ১০ গোলে এগিয়ে রাখে। এ গোলের পরও বেশ কটি আক্রমণ পরিচালনা করে শোভনীয়া। তবে তা থেকে গোল পেতে ব্যর্থ হয় তারা। সময় গড়ানোর সাথে সাথে কুয়াইশ স্পায়ারও বিচ্ছিন্নভাবে আক্রমণে উঠতে থাকে। প্রথমার্ধে তারা কোন গোল পায়নি। এক গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নামে শোভনীয়া। খেলার ৩২ মিনিটের সময় আবারো এগিয়ে যেতে সমর্থ হয় তারা। এ সময় দলের মো. সাঈম গোল করেন। শোভনীয়া ২০ গোলে এগিয়ে যায়। খেলার ৪৭ মিনিটে কুয়াইশ স্পায়ার একটি গোল পরিশোধ করতে সমর্থ হয়। দলের মোহাম্মদ সাজ্জাদ হোসেন এ গোলটি করে ব্যবধান কমান ()। বাকি সময় আর কোন গোল না হলে হার মানতে হয় কুয়াইশ স্পায়ারকে। আর পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে মাদারবাড়ি শোভনীয়া ক্লাব। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোমান আল মাহমুদ এম.পি, ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম ও স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি হোল্ডিংস লি. এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর। সিডিএফএ সভাপতি এস.এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সিজেকেএস ও সিডিএফএ নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস এবং সিডিএফএ কর্মকর্তাবৃন্দ। আজকের খেলা: আনোয়ারা ফুটবল একাডেমি বনাম ফরিদ ফুটবল একাডেমি (বিকাল.৩০টা)

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ক্রিকেটার ছাড়াই জাতীয় ক্রিকেট দল প্রক্রিয়ায় পিছিয়ে চট্টগ্রাম বললেন নান্নু-আকরাম
পরবর্তী নিবন্ধএশিয়া কাপের জন্য দল ঘোষণা নেই মাহমুদউল্লাহ, চমক তানজিদ