একসঙ্গে বিচারকের আসনে তিন কিংবদন্তি

| মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:১০ পূর্বাহ্ণ

সংগীত বিষয়ক টেলিভিশন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’-এ অতিথি বিচারক হয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক কিংবদন্তি শিল্পী বুলবুল মহলানবিশ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিংবদন্তী সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম এবং কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। খবর বাংলানিউজের।শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ‘ইয়াং স্টার’ আয়োজন করেছে বিশেষ পর্ব। আর এই বিশেষ আয়োজনটি সাজানো হয়েছে দেশের গান দিয়ে। শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্যই এই আয়োজন বলে জানানো হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেল আরটিভির আয়োজিত প্রতিযোগিতাটির বিশেষ পর্বে আজ মঙ্গলবার রাত ৮টায় অতিথি বিচারের আসনে দেখা যাবে বুলবুল মহলানবিশকে। বুধবার রাত ৮টায় বিজয় দিবস বিশেষ পর্বে অতিথি বিচারকের আসনে থাকবেন সুজেয় শ্যাম। আর ২১ ডিসেম্বর রাত ৮টায় দেশের গানের শেষ পর্বে অতিথি বিচারকের আসনে গাজী মাজহারুল আনোয়ারকে দেখা যাবে। প্রতিটি পর্বেই অতিথি বিচারকের সঙ্গে থাকবেন এই আয়োজনের প্রধান তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী।

পূর্ববর্তী নিবন্ধবৈশ্বিক সামগ্রিক কল্যাণে রোটারি অনন্য ভূমিকা রাখছে
পরবর্তী নিবন্ধবিটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে টেলিফিল্ম ‘ পুনশ্চ’