একসঙ্গে বাবা-মেয়ে

| বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ শহীদ। ‘এক জীবন’ গান দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর তার গাওয়া অনেক গানই পেয়েছে শ্রোতাপ্রিয়তা। ব্যবসায় শত ব্যস্ত থাকা সত্ত্বেও নিয়মিত গান চালিয়ে যাচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় একটি নতুন গান করেছেন। গানটি বাবামেয়ের। শিরোনাম ‘বাবা’। মজার বিষয় হলো গানটির ভিডিওতে দেখা গেছে শহীদ ও তার একমাত্র মেয়ে আয়ানাকে। গানটির ভিডিও বানিয়েছেন শহীদের বড় ছেলে মাসনুন। বাবামেয়ে জানতেনই না যে তাদের আদরের মুহূর্তগুলো ভিডিও ধারণ করা হচ্ছে। পরবর্তীতে গানটির সঙ্গে ভিডিওটি বেশ মিলে যায়।

গানটি শহীদ প্রকাশ করেছেন নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। বিষয়টি নিয়ে এ গায়ক বলেন, আমার কাছে এটি পৃথিবীর সবচেয়ে দামি মিউজিক ভিডিও। আমি ও আয়ানা জানতাম না ক্যামেরায় ভিডিও করা হচ্ছে। আমার মেয়ের জন্মদিন ছিল। তাই আমার ছেলে মাসনুন ভিডিওটা বানিয়েছে। গানটির কথাসুর আমার করা। এরইমধ্যে গানটি যারা শুনেছেন তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। এদিকে শহীদ বর্তমানে বেশকিছু একক কণ্ঠের গান ও তার ব্যান্ড দূরবীন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে ফারাজ না দেখানোর নির্দেশ
পরবর্তী নিবন্ধমুক্তির আগে আসছে অপুর সিনেমার গান শাকিব খানের ট্রেইলার