অনেকদিন পর একসঙ্গে একটি নাটকে অভিনয় করলেন গুরু মামুনুর রশীদ ও শিষ্য চঞ্চল চৌধুরী। সমপ্রতি এ নাটকটির শুটিংয়ে অংশ নেন তারা। নাটকের নাম ‘মোঘল ফ্যামিলি’। বৃন্দাবন দাসের রচনায় এটি পরিচালনা করেছেন দীপু হাজরা। অনেকদিন পর মামুনুর রশীদের সঙ্গে কাজ করে বেশ উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী। তিনি বলেন, শ্রদ্ধেয় মামুনুর রশীদ আমার নাট্যগুরু। সুতরাং তার সঙ্গে স্ক্রিন শেয়ার করাটা সব সময়ই ভালো লাগার।