একশ নির্মাণ শ্রমিকের মাঝে কম্বল বিতরণ

বিলস ও ইনসাবের উদ্যোগ

| শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৮:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের সহযোগিতায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) বায়েজিদ থানা কমিটির উদ্যোগে গত বৃহস্পতিবার এক সচেতনতামূলক ক্যাম্প সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে ইনসাব বায়েজিদ বোস্তামী থানা কমিটির সভাপতি আশ্রাফ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মহিন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল, পাহাড়ি ভট্টাচার্য, ইনসাব বায়েজিদ থানা কমিটির কার্যকরী সভাপতি মো. ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন সরকার প্রমুখ। সমাবেশ শেষে বিলস এবং ইনসাবের পক্ষ থেকে ১শ জন নির্মাণ শ্রমিকের মাঝে কম্বল বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তপন দত্ত বলেন, সারা দেশে প্রায় ৪০ লক্ষ নির্মাণ শ্রমিক রয়েছে। তাদের একাংশ বড় বড় ঠিকাদার এবং ডেভেলপার প্রতিষ্ঠানের অধীনে কাজ করলেও তারা কোন নিয়োগ পত্র ও পরিচয় পত্র পায় না। ফলে তারা শ্রম আইনে বর্ণিত ন্যূনতম সুযোগ সুবিধা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। বক্তারা নির্মাণ শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে সংগঠিত হয়ে শক্তিশালী সংগঠন এবং ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজারে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধবেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে