কক্সবাজার–টেকনাফ–মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল বেইলি ব্রিজ দিয়ে যানচলাচল একমাসের জন্য বন্ধ করা হয়েছে। আজ ২৫ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেতুর উপর সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। উন্নয়ন প্রকল্পের আওতায় সংস্কার কাজ করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক গণবিজ্ঞপ্তি জারি করে সড়ক ও জনপথ বিভাগ এই তথ্য জানিয়েছে।
কঙবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দীন খালেদ চৌধুরী জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই মেরামত করতে প্রকল্প পাস হয়েছে। মেরামত কার্যক্রম চালানোর সময় সম্পূর্ণ যানচলাচল বন্ধ রাখতে হবে। এ সময় এই পথে চলাচলকারী জনসাধারণকে বিকল্প পথ ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করছেন এই সরকারি কর্মকর্তা।
তিনি বলেন, প্রকল্পের আওতায় সেতুর মেরামত কাজের মাধ্যমে কঙবাজার–টেকনাফ সড়কের যানবাহন চলাচল আরও উন্নত এবং নিরাপদ হবে বলে আশা করছি। প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করার জন্য তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
রোহিঙ্গা আশ্রয়শিবিরে সেবায় নিয়োজিত বিভিন্ন সংস্থার লোকজন এই মেরিনড্রাইভ সড়ক দিয়ে যাতায়াত করে। এছাড়া স্থানীয় লোকজন ও পর্যটকরাও চলাচল করে। বর্তমানে পর্যটনমৌসুম হওয়ায় ব্রিজটি বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়বে পর্যটকরা।