যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব কেবলা চুনতী প্রবর্তিত ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক সীরতুন্নবী (দ.) মাহফিলের ৮ম দিবসের অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন চকরিয়া খুটাখালী তমিজিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ওমর হামযা। চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ জিয়াউল করিমের যৌথ সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনা করেন লোহাগাড়া পুটিবিলা হামেদিয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা ইকবাল হোছাইন, মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ চাটগামী, মাওলানা কামাল হোছাইন, পতেঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান।
বক্তারা বলেন, ইসলামি আইন হচ্ছে একমাত্র আইন যা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্ষম। এ আইনের বড় বৈশিষ্ট্য হচ্ছে জাতি, গোত্র, বর্ণ নির্বিশেষে সর্বকালে সব সমাজে এ আইন প্রয়োগযোগ্য। প্রকৃতির দিক থেকে গতিশীল এবং ইজতিহাদের সুযোগ থাকায় ইসলামি আইন সময় ও স্থানের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়া যায়। বর্তমান আধুনিক যুগেও ইসলামি আইনের বিকল্প অন্য এমন কোনো আইন নেই যা মানুষের জীবনে সর্বজনীন কল্যাণ সাধন করতে পারে। কেয়ামত পর্যন্তও হবে না।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী, এইচএম মাহাবুবুল হক, মোহাম্মদ আবু সাদেক, শাহজাদা মাওলানা ইমাম বায়হাকী ইতমাম, মসজিদে বায়তুল্লাহর ইমাম মাওলানা মোহাম্মদ শামসু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।