একটি সড়ক পাল্টে দেবে কয়েক হাজার পরিবারের জীবন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ১০:২২ পূর্বাহ্ণ

কয়েক যুগ অবহেলিত রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট ও ফুলবাগিচা গ্রামের সংযোগ কবির আহাম্মদ সড়ক। কয়েক গ্রামের হাজার পরিবারের যোগাযোগের অন্যতম প্রধান সড়কটি উন্নয়ন করা হচ্ছে। জানা যায়, তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সড়কটি উন্নয়ন করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মরিয়মনগর ডিসি সড়কের ধামাইরহাট বাজারের ব্রাহ্মণ পুকুর পাড় এলাকা দিয়ে এই সড়কটি হতে যাচ্ছে। পারুয়া ডিসি সড়কের ফুলবাগিচা দিয়ে সড়কটি সংযুক্ত করার কাজ চলছে। মাটি ভরাট এবং গাইডওয়াল কাজ শেষ হতে চলেছে। উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম বলেন, ১৭৬০ মিটার দৈর্ঘ্য এবং ৩ মিটার প্রস্থের এই সড়কটি আড়াই কোটি টাকা ব্যয়ে আরসিসি ঢালাই দ্বারা উন্নয়ন করা হচ্ছে।

এছাড়া সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় ৯টি কালভার্ট এবং ১৪৪ মিটার গাইডওয়াল নির্মাণ করা হবে। ইউপি চেয়ারম্যান আহাম্মদ ছৈয়দ তালুকদার বলেন, সড়কটি রাঙ্গুনিয়ার মরিয়মনগর ডিসি সড়কের সাথে পারুয়া ডিসি সড়কের আরও একটি বিকল্প সংযোগ ব্যবস্থা।

এটি নির্মাণ কাজ শেষ হলে উত্তর রাঙ্গুনিয়ার ৭ ইউনিয়নের লাখ লাখ মানুষ উপকৃত হবে। এছাড়া এই সড়কের কাজ শেষ হলে কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষের জীবনমান উন্নয়ন হবে।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম কুয়াইশে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ
পরবর্তী নিবন্ধমাঠে মাঠে সোনালি ধান