একটি স্বতন্ত্র উপজেলা চাই আমরা

রুমানা নাওয়ার | সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৫:২৩ পূর্বাহ্ণ

স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে ফটিকছড়ি উত্তর জনপদ অবহেলিত। বঞ্চিত তো বটেই। এর প্রধান কারণ বাংলাদেশের কয়েকটি জেলার চেয়েও বড় এর ভৌগোলিক অবস্থান। তাই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই। তাই ফটিকছড়ি উত্তর নাগরিক ফোরামের দাবী-বৃহত্তর ফটিকছড়ি কে বিভাজন করে ফটিকছড়ি উত্তরের তিনটি ইউনিয়ন কে ১। বাগান বাজার ২। দাঁতমারা ৩। নারায়ণ হাট প্রয়োজনীয় সংখ্যক ইউনিয়নে ভাগ করে একটি স্বতন্ত্র উপজেলা বাস্তবায়ন করা।
উল্লেখিত তিনটি ইউনিয়নের ভৌগোলিক আয়তন ৩০৬.১৭ বর্গ কিলোমিটার। ২০১১ সালের জন শুমারী অনুযায়ী মোট জনসংখ্যা ১,২১,৭৮৫। দুইটি আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল, ঢাকা বারৈয়ারহাট-হেয়াকে মহাসড়ক (বর্তমানে বাংলাদেশ-ভারত ট্রানজিট সড়ক) ফটিকছড়ি হেয়াকো আঞ্চলিক মহাসড়ক এবং হেয়াকো রামগড়-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এই অঞ্চলের উপর দিয়ে যাওয়ায় এই এলাকাটি অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়ার এখানকার বিখ্যাত দুটি রাবার বাগান, ৭টি চা বাগান, ১০টি গুরুত্বপূর্ণ হাটবাজার বাংলাদেশের রাজস্ব খাতে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। তাই গুরুত্ব বিবেচনায় উল্লেখিত ৩ টি ইউনিয়নকে যৌক্তিক সংখ্যক বিভাজন করে একটি উপজেলা বাস্তবায়ন করা ফটিকছড়ি উত্তর জনপদের মানুষের প্রাণের দাবি। এ লক্ষ্যে অরাজনৈতিক সংগঠন ‘উত্তর ফটিকছড়ি নাগরিক ফোরাম’ এ অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন উত্তর ফটিকছড়ির গণমানুষের ৬ দফা দাবি ঘোষণা করেছে :
১। বৃহত্তর ফটিকছড়িকে ফটিকছড়ি সদর, ফটিকছড়ি উত্তর ও ফটিকছড়ি দক্ষিণ এ তিনটি উপজেলায় বিভক্ত করা। ২। ১নং বাগানবাজার, ২ নং দাঁতমারা, ৩নং নারায়ণ হাট ইউনিয়ন কে সুবিধাজনক সংখ্যক ইউনিয়নে ভাগ করে ফটিকছড়ি উত্তর উপজেলা ঘোষণা করা যার সদরদপ্তর হবে নারায়ণ হাট বা তার উত্তরে একটি যুক্তিসঙ্গত জায়গায়। ৩। উত্তর চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত অগ্রসর হেয়াককে পৌরসভায় উন্নীত করণ। ৪। পর্যটন সম্ভাবনাময় উত্তর ফটিকছড়ির সাথে সারাদেশের যোগাযোগ সহজ করাতে নাজিরহাট-রামগড় রেললাইন স্থাপনের কাজ দ্রুত শুরু এবং হেয়াকোতে রেলওয়ে জংশন স্থাপন। ৫। রামগড়-বারৈয়ারহাট হাইওয়ে সড়ক (নির্মাণাধীন বাংলাদেশ ভারত ট্রানজিট সড়ক) এবং চট্টগ্রাম হেয়াকো সংযোগস্থল হেয়াকোতে একটি হাইওয়ে থানা স্থাপন।
৬। নারায়ণ হাট মিরসরাই সংযোগ সড়কের এবং ফটিকছড়ি ফটিকছড়ি -হেয়াকো সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা।

পূর্ববর্তী নিবন্ধবঞ্চিত ৯৮ গ্রাহককে প্লট বুঝিয়ে দেয়ার দাবি
পরবর্তী নিবন্ধপূর্ণেন্দু দস্তিদার : এক বিদগ্ধ বিপ্লবী