সময় বয়ে যাচ্ছে রুগ্ণ মৌমাছির মতো উড়ে উড়ে!
নীলাভ রশ্মিরোদে শুকিয়ে যাচ্ছে শরীর মন –
অপস্মৃতি অপকথার অভিনব দেখে ভীষণ মর্মাহত!
প্রবঞ্চনার বেদনা–দুঃখে বয়ে যাচ্ছে অনিস্বীকার্য মুহূর্ত
কোনো অস্বীকৃতিতে কালো কিংবা সাদা রঙ বদলে যায় না!
শুধু দুঃখ লুকিয়ে থাকে স্তব্ধতার আস্তরণে!
যদি বৈঠকে বসা হয় মুখোমুখি
মারাত্মকভাবে বেরিয়ে আসবে অকথ্য আগুন!
সে আগুন ফুঁ দিয়ে নেভানো যাবে না কোনোমতেই
অবস্থা ঠেকাতে যত হোক প্রাণপণ চেষ্টা–
ব্যভিচার ঠেকাতেও পাওয়া যাবে না কোনো উপাদেয়
এ সময় কোন প্রাকৃতিক দুর্যোগ নয়, যে
মন্ত্র গেয়েও উড়িয়ে দেয়া যাবে!
যখন ঘুম আসে না দীর্ঘ হয় রাত
ভীষণ বিপদগ্রস্ত মনে হয় এ প্রকৃতি
তখন একমাত্র প্রার্থনা
একটি রূপালি ভোর আর
একজন ভালো মানুষ!