একটি কলম

অনোমা বড়ুয়া | রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৮:৩১ পূর্বাহ্ণ

একটি কলম বিক্রি হবে

মূল্য মেলা ভার,

সাধকেরই সাধ্য আছে

কলমটি কেনবার।

দেখতে এটি অতি সাধারণ,

স্নিগ্ধ শুভ্র পরনে বসন।

দিকে দিকে সাড়া পড়ে

নিঁখুত চৌকষতায়,

অবশেষে ঠাঁই পায়

জ্ঞানের প্রাচুর্যতায়।

কালির নৈপুণ্যে

অলংকৃত রূপ,

বিশ্ব দিয়েছে সম্মান,

করেছে জ্ঞান স্বরূপ।

কলম যেন জ্ঞানের দীপ,

নিখুঁত গুণের মহিমা,

সমাজমাঝে সম্মানিত

সাধক করে কামনা।

অবিরাম সৃষ্টির পথে,

দেখায় সঠিক দিশা,

আজ কেন তবে মানবতার

অলক্ষুণে দশা।

প্রকাশ্যে করেছে অপমান

দিয়েছে ছুঁড়ে শতবার

এ মূল্য একদিন দিতেই হবে

মেনে নিতে হবে হার।

পূর্ববর্তী নিবন্ধজীবনের আয়ুতে সময়গুলো হোক আন্তরিক, স্বার্থহীন
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে