(৩২,৪৪৮)
শোনো, শোনো তোমরা শোনো
একটা কথা বলি,
ভুল করেও শিখবে না যে
হিংসা, নিন্দা, গালি।
তোমরা দেশের ভবিষ্যৎ
তোমরা ফুলের কলি,
ধনী–গরীব ভেদ করো না
এই কথাটা বলি।
সবাই তোমরা বন্ধু হবে
কেউ হবে না পর,
একই রক্তে গড়া সবাই
সবার একই ঘর।
সবার সঙ্গে তাই করা চাই
ভালো আচরণ,
তখন তোমার হাসবে হৃদয়
ভালো থাকবে মন।