কোথায় গিয়েছে একঝাঁক সোনালি ডানার বাবুই? তখন গভীর সন্ধ্যা, বাতাসে ছিল গাঢ় বিষণ্নতা। কিছু ঝুঝে উঠার আগেই আকাশ থেকে ঝরে গিয়েছিল একঝাঁক ঊজ্জ্বল নক্ষত্র, থেমে গিয়েছিল আকাশের কোলাহল। গভীর রাতে কিছু কিছু দীর্ঘশ্বাস কোথাও কোথাও এখনও ডুকরে কেঁদে ওঠে। একঝাঁক সোনালী ডানার সবুজ পালকের বাবুই! কোথায় হারিয়ে ফেলেছি ওদের? জীবন বাজি রেখে, আমাদের হাতে দিয়ে গেছে স্বাধীনতা। তোমরা যে দেখে গেলে না, তোমাদের রক্তে গড়া স্বপ্নের বাংলাদেশ? আমাদের বাবুইরা যে ঘর তোমরা বুনে রেখে গেলে তা আর কোন ঝড় তুফানে নষ্ট হবে না কিংবা যাবে না আর কোন বর্গির দখলে কারণ তোমরা রেখে গিয়েছ তোমাদের শত সহস্র সহযোদ্ধা। তোমরাই পেরেছ বিজয় ছিনিয়ে আনতে। শুধু স্যালুট জানালে কম হয় তোমাদের জন্য, এক বুক অকৃত্রিম ভালবাসা শুধু তোমাদের জন্য। কিন্ত তোমাদেরকে ছাড়া এ বিজয় উৎসব উদযাপন ভাল লাগছে না, বুকের একটা অংশে থেকে থেকেই শূন্য লাগে। মা বাবা ভাই বোনদের ফেলে এভাবে চলে যেতে হয় দেশ প্রেমিক বাবুইরা? ফের বসন্তের প্রতি ফাল্গুনে থোকা থোকা শিমুল হাতে বাড়ির সিংহদ্বার খুলে দাঁড়িয়ে থাকবো, ঘাসের উঠোনে কোটাল কৌমুদী জ্যোৎস্নায়! তোমরা যে এক একটা চাঁদ! আর কোনদিন ফিরবে না জেনেও সীমাহীন অপেক্ষায় থাকবে তোমাদের বাংলাদেশ। ভাল থেকো জান্নাতের বাবুই পাখিরা।