১০০ গান নিয়ে হাজির হচ্ছেন একঝাঁক তরুণ সংগীতশিল্পী। ‘কালারস অব ফোক’ শিরোনামে একটি প্রকল্পের অধীনে ১০০ ফোক গান নতুন সংগীতায়োজনে গাইবেন এ প্রজন্মের কণ্ঠশিল্পীরা। গানগুলোর সংগীতায়োজন করবেন কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীতপরিচালক শান সায়েক শান।
এর মধ্যে ২০টি গানের রেকর্ডিং শেষ করেছেন শান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অবন্তি সিঁথি, দিনাত জাহান মুন্নী, সাব্বির জামান, লুৎফর হাসান, অন্তরা রহমান, নির্ঝর চৌধুরী, রাশেদ, প্রমি, স্নিগ্ধা জামান, জোবায়ের শাওন, তরিক মৃধা, লতা আচারিয়া, স্বপ্নীল সজীব, তানজিনা আহমেদ মিতা, মারিয়া, মিলানা মোমিন, প্রেরণা, প্রতীক্ষা, শেখ মহসীন, মেজবাহ বাপ্পী ও সজীব রুম্মান। বাকি গানগুলোর কাজ চলছে। ‘কন্যারে’খ্যাত কণ্ঠশিল্পী শান বলেন, ফোক গান আমাদের প্রাণ।
এই গানগুলো সারাক্ষণই আমাদের শুনতে ইচ্ছ করে। তেমন গানগুলোর মূল আমেজ ঠিক রেখে নতুন করে করছি। আশা করছি, শ্রোতারা পছন্দ করবেন। প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিক আর্টের ব্যানারে মুক্তি পাবে এসব গান।