একজন পরিপূর্ণ মানুষ কখনো সাম্প্রদায়িক হতে পারে না

জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠানে নওফেল

| সোমবার , ৫ জুন, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, একজন পরিপূর্ণ মানুষ কখনো সাম্প্রদায়িক হতে পারে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। তিনি গতকাল রোববার প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে জগন্নাথদেবের স্নানযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আর্শীবাদক ছিলেন গৌরাঙ্গা প্রেম স্বামী গুরু মহারাজ। প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। গৌরাঙ্গ দাসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম, কাউন্সিলর পুলক খাস্তগীর, নীলুনাগ, রুমকি সেনগুপ্ত, দারুব্রহ্মদাস ব্রহ্মচারী প্রমুখ।

জেএমসেন হল : আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নন্দনকানন, চট্টগ্রাম আয়োজিত জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষে জেএমসেন হলে আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, সামপ্রদায়িকতা, মৌলবাদ ও ধর্মীয় গোঁড়ামি প্রতিরোধে আমাদের সবার দায়িত্ব রয়েছে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের দায়িত্ব এ ক্ষেত্রে সবচেয়ে বেশি।

জগন্নাথদেবের স্নানযাত্রার উৎসবে মহান আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ভারত মায়াপুরের ইসকন নামহট্টের কোরিজিওনাল সেক্রেটারী গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। গৌর নিতাই আশ্রমের অধ্যক্ষ পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে ও সুমন চৌধুরীর সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী উদত ঝা। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশ গুপ্ত। চট্টগ্রাম নন্দনকানন ইসকনের সেক্রেটারী তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারীর স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্টোপলিট্টন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার নোবেল চাকমা, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, যুগ্ম সম্পাদক লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, কাউন্সিলর পুলক খাস্তগীর, মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, মহিলা কাউন্সিলর নিলু নাগ, মহিলা কাউন্সিলর রুমকী সেন গুপ্ত, নন্দনকানন ইসকন মন্দিরের সিনিয়র সহসভাপতি অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, সুবল সখা দাস ব্রহ্মচারী, অপূর্ব মনোহর দাস ব্রহ্মচারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদায়িত্ব পাবার ২৪ ঘন্টার মধ্যেই অসুস্থ মুফতি খলীল আহমদ
পরবর্তী নিবন্ধআ.লীগ নেতা ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত