একজন আদর্শ শিক্ষক, একটি সুন্দর সমাজ বিনির্মাণের কারিগর

বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে সভায় বক্তারা

| রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৩ পূর্বাহ্ণ

বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাং জাকের হোসেনের অবসর যেন হয়ে উঠেছে শিক্ষাঙ্গণের এক স্বর্ণালী অধ্যায়ের পরিসমাপ্তি। তাকে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়েছিল প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবকেরা। এতে প্রধান অতিথির বক্তব্যে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামের উপপরিচালক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ দিদারুল আলম তাঁর বক্তব্যে বলেন, এ রকম রাজকীয় বিদায় শুধু একটি বিদ্যালয়ের ইতিহাস নয়, এ অঞ্চলের শিক্ষাঙ্গনের জন্যও এক গৌরবময় দিন। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু তাহের বলেন, একজন শিক্ষক যখন অবসরে যান, তখন তিনি শুধু চাকরি থেকে বিদায় নেন না; বিদায় নেন দীর্ঘ সময় ধরে গড়ে তোলা অসংখ্য স্মৃতি, প্রজন্মের ভালোবাসা আর শ্রদ্ধার আবহ থেকে। বিদায়ী প্রধান শিক্ষক মোহাং জাকের হোসেন বলেন, ২০১৫ থেকে রয়েছি এখানে। আজ চলে যাচ্ছি প্রিয় জায়গা ছেড়ে। এ রকম বিদায় আমাকে আপ্লুত করেছে, অভিভূত করেছে। বিদ্যালয়ের শিক্ষক সুমাইয়া খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও থানা শিক্ষা অফিসার জয়ন্ত বাডৈ, মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. আবদুল আজিজ, অভিভাবক প্রতিনিধি মো. শাহজাহান, বিএনপি নেতা ইসমাঈল বাবুল, জামায়াত নেতা মো. নুরুল হোসাইন, হাসানুল করিম, মো. ইব্রাহিম, সাঈদ ইসলাম বাপ্পি, জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিএনপিজামায়াত নেতৃবৃন্দ, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীরা। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক ছাড়াও সাবেক কম্পিউটার ল্যাব অপারেটর জনি কান্তি পাল ও নবাগত শিক্ষক তৌহিদুল ইসলামকে সংবর্ধনা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধআকের্র পারিবারিক কাউন্সিলিং ও সচেতনামূলক সভা