একখানা ছবি টাঙানো রয়েছে ধুলোবালি ঝুলে ভরা
কবে কোন কালে রং করা ছিল দেখে তা যাবে না ধরা।
সেই ছবিখানি হঠাৎ আজকে সম্মুখে এল যেই
কিছু কিছু রং উজ্জ্বল আছে কিছু কিছু রং নেই।
কী করে যে রং উবে চলে গেল, কার হাতে এটা আঁকা
ভাবছি আমি তা কবে থেকে ছিল দেয়ালে টাঙিয়ে রাখা!
ঠাকুমা তখন ঘরে ঢুকে বলে মিছে কেন এত ভাবা
এই ছবিখানি এঁকেছিল তোর ঠাকুরদাদার বাবা।
কাগজে বানিয়ে একটা নৌকা ভাসিয়ে দিয়েছে জলে
খুশি ডগমগ একটা ছেলের ছবি আঁকা সমতলে।
শ্রদ্ধায় আমার মাথা নত হলো কী দারুণ ভাবনাটা
ছোটদের নিয়ে কল্পনা, তাতে একটু পড়েনি ভাটা।
ধুলোবালি ঝেড়ে যত্নে সে ছবি আজও রাখি আমি তুলে
আমার ছেলের ছেলেও হয়তো দেখবে মনের ভুলে।
অনেকটা পথ পেরিয়ে আজকে মাঝে মাঝে অনুভবি
তার কাছে ভালো লাগবে কি এই ছ‘পুরুষ আগের ছবি!








