রাজনৈতিক সমপ্রীতি এবং সহনশীলতা অনুশীলন করার মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে দলগুলোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) চট্টগ্রাম’র কর্মপরিকল্পনা সভা গতকাল বুধবার নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় । ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন। এতে সভাপতিত্ব করেন মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের সভাপতি ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয় এবং সঞ্চালনা করেন মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপি’র আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মুহাম্মদ এমরান, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার রণী, মহিলা পার্টির সভাপতি সুলতানা রহমান, সহসভাপতি তাজলিনা মনি, চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা। সার্বিক সহযোগিতা করেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল চট্টগ্রামের ইলেকটোরাল প্রোগ্রাম এসোসিয়েট তামান্না আহমেদ বহ্নি ও অপারেশন এসিসট্যান্ট আবুল হাসান চৌধুরী রণি।