একই মঞ্চে নগরবাউল ও সোলস

| বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৭:১৮ পূর্বাহ্ণ

দেশের জনপ্রিয় দুই ব্যান্ডদল নগরবাউল ও সোলসকে একই মঞ্চ মাতাতে দেখা যাবে। রাজধানীর একটি বিনোদনকেন্দ্রে গানে আর সুরে মঞ্চ মাতাবেন নগরবাউলের ফারুক মাহফুজ আনাম জেমস এবং সোলসের পার্থ বড়ুয়া।
আগামী ২৮ অক্টোবর ‘এসএসসিু৯৭, এইচএসসিু৯৯’ নামে ফেসবুকভিত্তিক গ্রুপের রজতজয়ন্তী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ মাতাতে দেখা যাবে জনপ্রিয় এই দুই ব্যান্ডদলকে। বিভিন্ন ধরনের ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান উদযাপন ও আয়োজনের ধারাবাহিকতায় এবার সারা দেশের এসএসসিু৯৭ ব্যাচের বন্ধুদের নিয়ে এই আয়োজন। আশা করি, কয়েক হাজার বন্ধু এই উৎসবে অংশ নেবে।
তিনি বলেন, রজতজয়ন্তী উপলক্ষে পরিবারের সদস্যসহ এই মিলনমেলায় আমরা ২৫ বছর আগের স্মৃতিচারণ করব। আড্ডাগানে মাতব। এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের।

পূর্ববর্তী নিবন্ধনতুন রূপে আসছেন মারজুক রাসেল
পরবর্তী নিবন্ধসিজেকেএস অনূর্ধ্ব-১৮ ক্রিকেট চ্যালেঞ্জ টুর্নামেন্টের উদ্বোধন