সিএমভির ব্যানারে প্রকাশ পেয়েছে মহিদুল মহিমের পরিচালনায় নাটক ‘শিল্পী’। নাটকটিতে জুটি বেঁধেছেন আফরান নিশো ও মেহেজাবিন। এই নাটকে বেশ কিছু পুরাতন গান রিমেক করা হয়েছে। এসব গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পাবেল। নতুন করে সংগীত পরিচালনা করেছেন আভরাল সাহির। নাটকে এন্ড্রু কিশোর ও ডলি সায়ান্তনীর গাওয়া ‘বুকে চিন চিন করে’; এন্ড্রু কিশোর, কনক চাপা ও বিপ্লবের ‘বিধি তুমি বলে দাও’ নতুন করে দ্বৈত কণ্ঠে গেয়েছেন পাবেল।
গানগুলো সম্পর্কে পাবেল বলেন, অনেক সময় মেয়ের কণ্ঠে বন্ধুদের সাথে ফোনে মজা করলেও প্রথমবারের মতো ছেলে ও মেয়ে দুই কণ্ঠে গান করলাম। এটা আমার ভিন্নধর্মী কাজ। নাটকটিতে কাজ করে অনেক অভিজ্ঞতা হলো। এর আগে তিনি আনোয়ার দ্যা প্রোডাকশন বয়, মি. পরিবর্তনশীল, ইনসিকিউরিটি, সাইড ইফেক্ট ইত্যাদি নাটকের গানে কণ্ঠ দিয়েছিলেন। সবক’টি নাটকের পরিচালনায় ছিলেন মহিদুল মহিম। এর মধ্যে ‘শেষ চাওয়া’ ও ‘প্রথম দেখা’ শ্রোতাদের হৃদয় জয় করেছে। পাবেলের বাড়ি চট্টগ্রাম নগরীর মাদারবাড়ীতে।