এক সিরিজে ৭০০ রান করে নতুন উচ্চতায় গিল

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

ইংল্যান্ডের মাটিতে রানের বন্যা বইয়ে চলেছেন শুবমান গিল। এরই মধ্যে ব্যক্তিগত কয়েকটি কীর্তি গড়া ভারত অধিনায়ক এবার রেকর্ডের এমন এক পাতায় নাম লেখালেন, যেখানে পা পড়েনি এশিয়ার আর কোনো ব্যাটসম্যানের। ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় ইনিংসেও হাসছে গিলের ব্যাট। তাতে গতকাল রোববার এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে দেশটির মাটিতে এক সিরিজে ৭০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ইংল্যান্ডে এক সিরিজে আগের সর্বোচ্চ রান ছিল মোহাম্মদ ইউসুফের। ২০০৬ সালে সাত ইনিংসে ৬৩১ রান করেছিলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান। আর ভারতীয়দের মধ্যে ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে এতদিন সবচেয়ে বেশি রান ছিল রাহুল দ্রাবিড়ের। ২০০২ সালে ছয় ইনিংসে ৬০২ রান করেছিলেন ভারতীয় ব্যাটিং গ্রেট। চলতি অ্যান্ডারসনটেন্ডুলকার ট্রফিতে নিজের প্রথম সাত ইনিংসে গিলের রান ছিল ৬১৯। সাতশর ঠিকানায় পা রাখতে ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসে তার প্রয়োজন ছিল ৮১ রান। আর এশিয়ার ব্যাটসম্যানদের মধ্যে ইংল্যান্ডে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নিতে তার দরকার ছিল ১৩ রান। চতুর্থ দিনই ইউসুফকে ছাড়িয়ে যান তিনি। ৭৮ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করা গিল দিনের দ্বিতীয় ওভারেই ছুঁয়ে ফেলেন ৭০০ রানের মাইলফলক। কিছুক্ষণ পর আরেকটি কীর্তি গড়েন গিল। ইংল্যান্ডের বিপক্ষে হোমঅ্যাওয়ে মিলিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এক সিরিজে সর্বোচ্চ রানে ছাড়িয়ে যান ইয়াশাসবি জয়সওয়ালকে।

২০২৪ সালে ঘরের মাঠে ৯ ইনিংসে ৭১২ রান করেছিলেন জয়সওয়াল। গিলের রান এই সিরিজে ৭২২। রোহিত শার্মার অবসরের পর এই সফর দিয়ে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে পথচলা শুরু গিলের। নেতৃত্বের অভিষেকেই সেঞ্চুরি উপহার দেন তিনি। ওই হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ১৪৭ রান করেন গিল। দ্বিতীয় ইনিংসে আউট হয়ে যান ৮ রানে। এজবাস্টনে রানের ফোয়ারা ছোটান ডানহাতি এই ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১৬১। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে গড়েন একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও দেড়শ ছোঁয়া ইনিংস খেলার রেকর্ড। জেতেন ম্যাচ সেরার পুরস্কার। লর্ডসে জ্বলে উঠতে পারেননি গিল। দুই ইনিংসে যথাক্রমে করেন ১৬ ও ৬ রান। ম্যানচেস্টারে প্রথম ইনিংসেও বড় রান করতে ব্যর্থ মিডলঅর্ডার এই ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন দারুন এক সেঞ্চুরি। আর এই সেঞ্চুরি করে নিজেকে অস্ট্রেলিয়ান সাবেক গ্রেট স্যার ডন ব্রডম্যানের কাতারে নিয়ে গেছেন গিল। ২৩৮ বলে ১০৩ রান করে ফিরেছেন গিল। চলতি অ্যান্ডারসনটেন্ডুলকার ট্রফিতে এটি গিলের চতুর্থ সেঞ্চুরি। ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে তার চেয়ে বেশি শতক নেই আর কারো। এখানে গিলের সমান চারবার তিন অঙ্কের স্বাদ পেয়েছেন কেবল একজন। তিনি সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্র্যাডম্যান। ১৯৩০ সালের অ্যাশেজে লাল বলের ক্রিকেটে এক সিরিজে সর্বোচ্চ ৯৭৪ রানের রেকর্ড গড়ার পথে ৭ ইনিংসে ৪টি সেঞ্চুরি সেঞ্চুরি করেছিলেন ব্র্যাডম্যান।

পূর্ববর্তী নিবন্ধফুটসালে ইরানি কোচ
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা