এক যুগ পর একসঙ্গে

| বুধবার , ৫ মে, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

বাংলা নাট্য জগতের অন্যতম জনপ্রিয় দুই তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা। তারা দুজন জুটি বেঁধে বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। কিন্তু এ গল্প অনেক পুরনো। কারণ, কোনো এক অজানা কারণে ২০০৮ সালের পর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি অপূর্ব-তিশাকে।
অবশেষে এক যুগের বিরতি ভেঙে এই বছরের শুরুর দিকে ‘দ্যা বঙ’ নামে একটি গেইম শো অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তারা। এবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন নাটকে। তাও একটি নয় দুটি নাটকের মধ্য দিয়ে জুটি হিসেবে ফিরছেন তারা। ঈদের আগেই শুরু হতে যাচ্ছে নাটক দুটির কাজ। নাটক দুটি হলো ‘সে বৌয়ের টাকায় চলে’ এবং ‘রক রবীন্দ্র’। এর মধ্যে সে বৌয়ের টাকায় চলে’ পরিচালনা করবেন নির্মাতা শিহাব শাহীন। এটি একটি রোমান্টিক কমেডি ড্রামা। নির্মাতা সুত্রে জানা গেছে, নাটকটির নাম পরিবর্তন হতে পারে। ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। অন্যদিকে, ‘রক রবীন্দ্র’ নাটকটি পরিচালনা করবেন মহিদুল মহিম। আগামীকাল বৃহস্পতিবার থেকে নাটকটির শুটিং শুরু হবে।
এর আগে অপূর্ব-তিশা একসঙ্গে বেশ কিছু জনপ্রিয় নাটকে জুটি বেঁধে হাজির হয়েছিলেন। সেগুলোর মধ্যে ‘জিরো’, ‘কারে ভালোবাসো তুমি’, ‘শেষ প্রান্তে’, ‘মন বিহঙ্গম’, ‘বন্ধুত্ব ভালোবাসা’ ‘স্বস্তিকা কি যে অস্বস্তি’ উল্লেখযোগ্য।

পূর্ববর্তী নিবন্ধমমতাকে নিয়ে কটুক্তি কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট বন্ধ
পরবর্তী নিবন্ধচ্যাট ট্রান্সফার ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ