এক ম্যাচ আগেই বিশ্বকাপ শেষ সাকিবের

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৮ নভেম্বর, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করলেও টানা ছয় ম্যাচে হারে বাংলাদেশ দল। অষ্টম ম্যাচে এসে দ্বিতীয় জয় পায় বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে ঘটনাবহুল সে ম্যাচে ব্যাটে বলে দারুণ পারফর্ম করেন সাকিব। বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেন ৮২ রান। আর সেটা করতে গিয়ে আঙ্গুলে ব্যথা পান সাকিব। যদিও মাঠে ব্যাথা নাশক স্প্রে এবং ব্যান্ডিস পেঁচিয়ে ম্যাচটা শেষ করেছেন সাকিব। কিন্তু খেলা শেষে নেওয়া হয় হাসপাতালে। আর সেখানে স্ক্যান করাতে গিয়ে ধরা পড়ে তার আঙ্গুলের ছিড়। ফলে এবারের বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচটি খেলতে পারবেন না তিনি। এরই মধ্যে দেশে ফিরে এসেছেন সাকিব। আর তার পরিবর্তে দলে ডাকা হয়েছে এনামুল হক বিজয়কে।

আগামী শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে এই ম্যাচে জিততে হবে বাংলাদেশকে। আর তেমনই এক গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবকে পাবে না বাংলাদেশ। এবারের বিশ্বকাপে বাংলাদেশ মোটেও প্রত্যাশা মতো খেলতে পারেনি বাংলাদেশ। একইভাবে সাকিবও ছিলেন নিস্প্রভ। তবে শ্রীলংকার বিপক্ষে ঘটনাবহুল ম্যাচে সাকিবের পারফর্ম এবং অধিনায়কত্ব প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে লংকান ব্যাটার এঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট নিয়ে নানা কথা হলেও সাকিব সেখানে দেখিয়েছেন মুন্সিয়ানার পরিচয়। খেলার মাঠে আইনের ভেতর থেকে সব ধরনের সুবিধা নিতে পারাটাও একজন দক্ষ অধিনায়কের কৃতিত্ব। সাকিব সেটাই দেখিয়েছে। অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবের অনুপস্থিতি বাংলাদেশ দলকে ভোগাবে সেটা নিশ্চিত করেই বলা যায়। গত সোমবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ২৮০ রান তাড়া করতে নেমে দ্রুত লিটন এবং তানজিদ তামিমের উইকেট হারালেও তৃতীয় উইকেটে শান্তকে নিয়ে ১৬৯ রানের জুটি গড়েন সাকিব। যা বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। শেষ দিকে এসে গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবকে না পাওয়া তাই বাংলাদেশের জন্য বড় একটি ধাক্কা। ২০২৫ সালে চ্যম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে এবারের বিশ্বকাপের দশ দলের মধ্যে অষ্টম স্থানে থাকতে হবে। আর সেটাই এখন বাংলাদেশ দলের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ। সাকিবকে ছাড়া সে চ্যালেঞ্জ কতটা উতরাতে পারবে সেটাই এখন দেখার বিষয়।

পূর্ববর্তী নিবন্ধকাপুরুষদের কি রাজনীতি মানায় : কাদের
পরবর্তী নিবন্ধপুলিশকে দায়িত্বশীল হতে সিএমপি কমিশনারের নির্দেশ