নগরের ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আগামী এক মাসের মধ্যে শহরের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
গতকাল নগরের ক্ষতিগ্রস্ত সড়ক এবং কালুরঘাট ফেরি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সিডিএর সাবেক চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম ও ৫ নং মোহরা ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ কাজী নুরুল আমীন।
মেয়র বলেন, পানি নামার সাথে সাথে দ্রুততম সময়ে আমরা শহরের ক্ষতিগ্রস্ত সড়কের পরিমাণ নির্ধারণে জরিপ করেছি। এখানে ৫০ দশমিক ৭০ কিলোমিটার সড়ক, ২ দশমিক ১৯৯ কিলোমিটার নর্দমা, ১ দশমিক ৯৯৩ কিলোমিটার ফুটপাত ক্ষতিগ্রস্ত হয়েছে। যা মেরামতে অন্তত ৫৯ কোটি টাকা ব্যয় হবে বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আশা করছি এক মাসের মধ্যে নগরীর সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে।
মেয়র কালুরঘাট ফেরিঘাট পরিদর্শনে গিয়ে দুটি ফেরির মধ্য একটা নষ্ট হওয়ায় জনভোগান্তিতে থাকা নাগরিকদের সাথে কথা বলে সড়ক ও জনপথ বিভাগকে জনস্বার্থে দ্রুত আরেকটি ফেরি চালু করার নির্দেশ প্রদান করেন বলে চসিকের জনসংযোগ শাখা জানায়।