এক মাস পর উৎপাদনে ফিরছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র

এসেছে ৭০ হাজার মেট্রিক টন কয়লা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৬:২৫ পূর্বাহ্ণ

কয়লা সংকটে প্রায় এক মাস বন্ধ থাকার পর অবশেষে চালু হতে যাচ্ছে মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। গতকাল বুধবার এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রায় ৭০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে নিজস্ব জেটিতে ভিড়েছে একটি জাহাজ। মাতারবাড়ির কয়লা ভিত্তিক ১২০০ মেগাওয়াটের (৬০০ মেগাওয়াটের দুটি) বিদ্যুৎ কেন্দ্র দুটি কয়লা সংকটে দীর্ঘ ১ মাস বন্ধ থাকার পর ৩১দিনের মাথায় গতকাল কয়লা নিয়ে জাহাজ ভিড়েছে।

বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলী জানান, গতকাল সকাল ১০টায় পানামার পতাকাবাহী একটি জাহাজ মাতারবাড়ি কয়লা বিদ্যুতের নিজস্ব জেটিতে ভিড়েছে। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) এ প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (তড়িৎ) (চলতি দায়িত্ব) দিপায়ন পাল আজাদীকে বলেন, কয়লার কারণে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের দুটি ইউনিট এক মাসের মত বন্ধ ছিল। প্রায় ৭০ হাজার মেট্রিক টন কয়লা এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রের উৎপাদন শুরু হবে। বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে থাকায় ৩১ দিন পর্যন্ত কেন্দ্রের বিভিন্ন ইউনিটের মেইন্টেনেন্স শেষ করা হয়েছে। ইন্দোনেশিয়া থেকে গতকাল ৭০ হাজার মেট্রিক টন কয়লা আনা হয়েছে।

জানা গেছে, মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিট ২০২৩ সালের জুলাই মাসে এবং অপর ইউনিট ২০২৩ সালের ডিসেম্বরে চালু হয়। এই প্রকল্পে বিদ্যুৎ উৎপাদনের জন্য জাপানের সুমিতমো করপোরেশনের মাধ্যমে আনা হয় ২২ লাখ ৫ হাজার টন কয়লা গত অক্টোবরে শেষ হয়ে যায়। সেই কয়লা পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় অক্টোবরের শেষের দিকে এই কেন্দ্রের দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। অবশেষে ইন্দোনেশিয়া থেকে গতকাল কয়লা আসার পর আগামী কয়েকদিনের মধ্যে আবার এই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানান কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

পূর্ববর্তী নিবন্ধজামিন পেলেন সাবেক এসপি বাবুল আক্তার
পরবর্তী নিবন্ধআজকেও আইনজীবীদের কর্মবিরতি