এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা, স্থাপনা উচ্ছেদ

পাহাড় কেটে স্থাপনা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

ফৌজদারহাটবায়েজিদ লিংক রোডের পাশে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের অপরাধে অমিত আইচ নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন। অভিযানে পাহাড় কাটার প্রমাণ পাওয়ায় অমিত আইচকে জরিমানা করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোহাম্মদ আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন। পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতেল সরবরাহ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, উদ্বোধন ১৪ আগস্ট
পরবর্তী নিবন্ধগৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য, স্বামী পলাতক