এক বছরে সবচেয়ে বেশি গান বিক্রি হয়েছে বিটিএসের

| শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৪৯ পূর্বাহ্ণ

কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে বেশি গান বিক্রি হওয়া সংগীতশিল্পীর সিংহাসনে বসলো। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রি (আইএফপিআই) ২০২১ সালে প্রকাশিত ডিজিটাল ও সিডিতে সংগীতশিল্পীদের বৈশ্বিক সাফল্য হিসাব করে গ্লোবাল আর্টিস্ট চার্ট প্রকাশ করেছে। এতে টেলর সুইফট, অ্যাডেল ও ড্রেকের মতো তারকাদের টপকে এক নম্বরে আছে দক্ষিণ কোরিয়ার দলটি। গত বছর বিটিএসের ‘বাটার’, ‘পারমিশন টু ড্যান্স’ এবং কোল্ডপ্লে ব্যান্ডের সঙ্গে যৌথভাবে ‘মাই ইউনিভার্স’ গান তিনটি বিলবোর্ড হট হান্ড্রেড চার্টের শীর্ষে উঠেছিল। এরমধ্যে মাইকেল জ্যাকসনে অনুপ্রাণিত ‘বাটার’ তাদের এনে দিয়েছে গ্র্যামি মনোনয়ন। এশিয়ায় জাপানিজ ভাষায় নিজেদের জনপ্রিয় গানের সংকলন ‘বিটিএস : দ্য বেস্ট’ বের করে ব্যান্ডটি। জাপানের অরিকন ইয়ার এন্ড অ্যালবাম চার্টে গত বছরের সর্বাধিক বিক্রি হওয়ার স্বীকৃতি পায় এটি।

পূর্ববর্তী নিবন্ধ‘মনের গোপন কথা’ ইউটিউবে
পরবর্তী নিবন্ধসমরজিৎ রায়ে ‘তার লাগিয়া’