‘এক নির্ঝরের গানের’ নতুন অ্যালবামে ৪ শিল্পীর গান

| শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫৯ পূর্বাহ্ণ

এক নির্ঝরের গান’ প্রকল্প থেকে এবার আসছে ‘বুঝলাম’ শিরোনামের নতুন গানের অ্যালবাম। চার শিল্পীর চারটি গান দিয়ে তৈরি করা হয়েছে এই অ্যালবাম। খবর বিডিনিউজের।

পরিচালক ও সুরকার এনামুল করিম নির্ঝর বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে প্রতি সপ্তাহে ‘বুঝলাম’ অ্যালবামের একটি করে গান প্রকাশ হবে ‘গানশালা ইকেএনসির’ ইউটিউব চ্যানেলে। নির্ঝরের কথা ও সুরে অ্যালবামের ‘দৃশ্যের ছায়া’ গানটি গেয়েছেন সোমনুর মনির কোনাল, ‘বুঝলাম’ গেয়েছেন মাশা ইসলাম। এছাড়া বোঝাপড়া শব্দটা গান শোনা যাবে অন্তরা রহমানের কণ্ঠে এবং ‘থাকলে সাহস’ গেয়েছেন দোলা রহমান।

চারটি গানের বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে আত্মদ্বন্দ্ব ও একাকীত্বের বৈচিত্র অনুভূতি। গানগুলোর সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। গানগুলোর কথা, সুর আর দৃশ্য পরিবেশনায় একধরনের নৈঃশব্দ্যের সৌন্দর্য রয়েছে, যা শ্রোতাকে গভীরভাবে আকর্ষণ করবে বলে মনে করছেন নির্ঝর। অ্যালবাম নিয়ে সংগীত পরিচালক অটমনাল মুন বলেন, এক নির্ঝরের গানের এ অ্যালবামটি একটু ব্যতিক্রম।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার টিভি পর্দায় ড. মিথিলা জানাবেন কখনও যা বলেননি
পরবর্তী নিবন্ধসুরের মূর্ছনায় দর্শক মাতালেন শিল্পী শাহজাহান খান