এক নজর দেখছি, তাতেই খুশি

| শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ৯:০৩ পূর্বাহ্ণ

তারেক রহমানকে দেখবেন বলে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলেন আবু তালেব। কুড়িল পর্যন্ত আসতে আসতেই ৯টা বেজে গেছে। ততক্ষণে পুরো এলাকা জনসমুদ্র। উপায়ান্তর না পেয়ে সকাল ১০টার দিকে খিলক্ষেত থানার ঠিক উল্টো দিকে কুড়িল ফ্লাই ওভারের মুখে রোড ডিভাইডারের ওপর উঠে দাঁড়ান তিনি। সেখানেও তখন সার বেঁধে শত শত লোক দাঁড়িয়ে। তারেক রহমানের গাড়িবহর যখন কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে, তখন বাজে বেলা ২টা। চার ঘণ্টা ধরে কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো পা ঝুলিয়ে বসে সময় পার করছিলেন ৬০ ছুঁই ছুঁই আবু তালেব।

গাড়িবহর চলে যাওয়ার পর যখন জানতে চাওয়া হল, কেন এখানে এসেছেন, আবু তালেব বললেন, তারেক রহমানরে দেখতে আইছি। আমি সংসদ ভবনের স্টাফ, হাওয়া ভবনে তারে দেখছিলাম। সেখানকার মসজিদে তার সাথে ফজরের নামাজও পড়ছি অনেকদিন। সেজন্য এক নজর চাইতে আইছি। ওই দূরত্বটা থেকে কাউকে ভালোভাবে একনজর দেখা কঠিনই বটে। তবে তাতেই মোটামুটি সন্তুষ্ট আবু তালেব। হাঁটার গতিতে চলার বাসের ভেতর থেকে তারেক রহমান যখন হাত নাড়ছিলেন, তখন ডিভাইডারের ওপর থেকে তালেবসহ অনেকে চিৎকার করে উল্লাস করছিলেন। কেন উল্লাস করছিলেন জানতে চাইলে আবু তালেবের সোজা উত্তর, উনি আসছেন। দেখবেন এখন দেশটা ঠাণ্ডা হইয়া যাইব। চারদিকে এত গ্যাঞ্জাম ভালো লাগে না। দৈনিক মজুরির ভিত্তিতে সংসদ ভবনের বার্তাবাহক হিসেবে কর্মরত আবু তালেব এক সময় ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর ব্যক্তিগত কর্মী ছিলেন। সেই সুবাদেই তারেক রহমানের সঙ্গে এক মসজিদে নামাজ আদায়ের সুযোগ ঘটেছিল বলে জানালেন।

নওগাঁর পোরশা থেকে কৃষক মো. বাবলু ঢাকায় এসেছেন বুধবার। রাতে ভাড়া করা বাসেই ঘুমিয়েছেন। হোটেলরেস্তোরাঁর খাবার আর সিএনজি স্টেশনের বাথরুমই ছিল ভরসা। মোটামুটি দুই দিনের ধকলে কিছুটা ক্লান্ত ৫৫ বছরের বাবলুও অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন তারেক রহমানকে এক নজর দেখবেন বলে। দেখা শেষে হাঁটা দিলেন ৩০০ ফিটের পথে, সমাবেশের বক্তব্য শুনবেন বলে। কুড়িল পর্যন্ত মাইক লাগানো হলেও বাবলু আরেকটু স্পষ্ট শব্দ চান। কেন ঢাকা এসেছেন জানতে চাইলে বললেন, খুব ছোটবেলায় জিয়াউর রহমানক দেখছিলাম। হামাকের পোরশায় আসছিল, জিপে করে। আইসা খাল কাটছিল। তখন থেকেই পছন্দ করি তাকে। বিএনপির কোন পদে আছেন কিনা জানতে চাইলে এই কৃষক বলেন, না, আমার কোনো পদ নাই।

তারেক রহমানকে এক নজর দেখে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির অঙ্গসংগঠন কৃষকদলের কর্মী মোশাররফ। নড়াইল থেকে এসেছেন বলে জানান তিনি। বিবিসি বাংলাকে তিনি বলেন, এক নজর দেখছি, তাতেই খুশি। আমার মনে হইতেছে ঈদের দিন আজকে, ঈদের দিন। সারাবছর দেখছি টিভিতে বলছে, ওনার মুখ দিয়ে বলছে আমার আদেশটা পালন করেন। আমরা গণতন্ত্র ফিরায় দেবো। সেই আশায় আমরা আন্দোলন করেছি। আজকে তাকে দেখে পরানটা জুড়ায় গেল। আর কোনো দুঃখ নাই।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধজাইমার জেবুও এখন বাংলাদেশে