নগরীর পাঁচলাইশের হিলভিউ আবাসিক এলাকায় জোরপূর্বক আটকে রেখে এক তরুণীকে অসামাজিক কার্যকলাপে বাধ্য করার দায়ে এক দম্পতিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. নাছির উদ্দিন ও তার স্ত্রী কুলছুমা বেগম। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী এমদাদুল হক মিলন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক দুজনকে ১০ বছরের কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। পৃথক আরেকটি ধারায় তাদেরকে ৫ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে মামলার চার্জশিটভুক্ত অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। পুরো বিচার প্রক্রিয়ায় আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেছে।
আদালত সূত্র জানায়, ভিকটিম ১৬ বছরের তরুণী সৎ মায়ের সাথে রাগ করে কঙবাজার থেকে পালিয়ে নগরীর বহদ্দারহাট এলাকায় আসে। সেখান থেকে চাকরি দেওয়ার কথা বলে চক্রের একজন তাকে নগরীর পাঁচলাইশের হিলভিউ আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে যায়। উক্ত বাসায় তাকে দিয়ে টানা তিন বছর পতিতাবৃত্তির মতো অসামাজিক কার্যকলাপ করানো হয়। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ২০১৬ সালের ৯ মার্চ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১৩ আগস্ট পুলিশ চার আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০১৭ সালের ১৪ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।












