এক টুকরো আলোর প্রত্যাশায়

সুমনা বড়ুয়া | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

জীবন এক বয়ে চলা তীব্র স্রোতস্বিনীর মতো

জোয়ার ভাটার টানাপোড়েনে সিন্ধু শতো।

সম্ভাব্য অসম্ভাব্য সর্বত্রে লুকিয়ে আছে সুখ স্বপ্নের রাজ্যে

দুঃখগুলো মাতিয়ে রাখে হৃদয় পোড়া কাব্যে।

কাব্যতে এখন দ্রোহের শব্দরা বিদ্রোহী হয়ে ওঠে

কেন জানি শব্দগুলো অজানা উৎকণ্ঠায়

ভয়ে বারবার সন্ত্রস্ত হয়ে পড়ে।

কাব্য এখন সেই বিশ্বজয়ী পোট্রেইট মোনালিসা

ওই ওষ্ঠে কী রহস্যময়তায় হাতছানি দেয় গৌরীসম তৃষা।

যেন তোমার নীরব চোখের চাহনিতে জ্বলে বিদ্রোহের নেশা

উদিত হয় যেন মোহময়ী বাঁকা ঠোঁটে

কামনা আর বিদ্রুপের ইশারা

বিদ্রুপ বিদ্যুৎ হয়ে জ্বালায় এখানে ওখানে আগুন

কামনারা নগ্ন নৃত্যে হয়েছে দ্বিগুণ।

বনলতা সেন আজ নীরবে অশ্রু সজলে হয়ে গেছে বোবা

মঙ্গল প্রদীপ নিভু নিভু হয়ে ছড়ায় রক্তক্ষয়ী আভা।

কোথায় পালাবে তোমরা

আমরাই রাজা আমরাই ভাগ্যবিধাতা।

আনমনে ভুবনবিজয়ী মোনালিসার সাথে আজ করেছি তুলনা

ভুল সবি ভুল, করিও ক্ষমা।

পূর্ববর্তী নিবন্ধঅনাস্থা
পরবর্তী নিবন্ধবাস্তবের আঙিনা