গভীর সমুদ্রে ফেলা জালে এক টানেই উঠে এসেছে ১৭০ মণ ইলিশ। গত ২০ অগাস্ট লক্ষ্মীপুর জেলার রামগতির আবুল খায়ের নামে এক জেলের জালে এই পরিমাণ ইলিশ উঠে আসে। গত শনিবার বিকালে ১৭০ মণ ইলিশ নিয়ে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে পৌঁছেন তিনি। সেখানে মিথুন এন্টারপ্রাইজ নামের একটি আড়তে ৫১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে এসব মাছ।
বন্দরের ব্যবসায়ীরা বলছেন, চলতি মৌসুমে এফবি রিভার মেড ট্রলারের আবুল খায়েরের হালেই সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়েছে। আবুল খায়ের সাংবাদিকদের জানালেন তার ইলিশ শিকারের গল্প। তিনি বলেন, এবার সাগরে ইলিশ ধরতে যাওয়ার জন্য কোনো টাকা ছিল না আমার। স্থানীয় মহাজনের কাছে স্ত্রী’র গয়না বন্ধক রেখে আট লাখ টাকা জোগাড় করি। সেই টাকা দিয়েই মাছ ধরতে যাওয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করি। এরপর গত ২০ অগাস্ট মাঝিসহ ১৭ জেলে নিয়ে সাগরে যাই। সাগরে জাল ফেলার পর প্রথম টানেই এত ইলিশ ওঠে যে আবুল খায়েরের মনে হচ্ছিল জাল বুঝি ছিঁড়ে যাবে। খবর বিডিনিউজের। তিনি বলেন, এসব মাছ নিয়ে মহিপুর আড়তে মেপে দেখি ১৭০ মন বিভিন্ন সাইজের ইলিশ পেয়েছি। আমি খুব খুশি, কারণ স্ত্রীর গয়না বন্ধক রেখে অর্থ জোগাড় করেছিলাম। তাই নিজের কাছেই খারাপ লাগছিল।