এক ছাদের নীচে ঢাকা-চট্টগ্রামের ৪০টি প্রকল্প সিপিডিএল প্রপার্টি এক্সপো উদ্বোধন

| শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:৫১ পূর্বাহ্ণ

সিপিডিএল এবার আয়োজন করেছে সিপিডিএল প্রপার্টি এক্সপোএক ব্যতিক্রমধর্মী উদ্যোগ, যেখানে একসাথে প্রদর্শিত হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের ৪০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প। উত্তরা ৭ নম্বর সেক্টরের সিপিডিএল হুসনা প্যালাডিয়াম প্রকল্প প্রাঙ্গণে এই এঙপো গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে, চলবে ২১ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই এঙপো সবার জন্য উন্মুক্ত থাকবে।

সিপিডিএল’র নির্মীয়মাণ ও রেডি প্রকল্পসমূহ থেকে নির্বাচিত ইউনিটসমূহ এই আয়োজনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সিঙ্গেল ও ডাবল ইউনিট অ্যাপার্টমেন্ট হোম, ২০+ কন্ডো ফিচার সম্বলিত কমিউনিটি লিভিং এবং কর্পোরেট অফিস, ফ্ল্যাগশিপ শোরুম, রেস্টুরেন্টের জন্য কমার্শিয়াল স্পেসসহ বিভিন্ন ধরনের প্রকল্প। এই এঙপোতে গ্রাহক সরাসরি প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন, বুকিং সুবিধা গ্রহণ করতে পারবেন এবং ইনভেস্টমেন্ট কনসালট্যান্টদের সহায়তায় বিনিয়োগ পরামর্শ নিতে পারবেন। এই আয়োজনের মাধ্যমে সিপিডিএল প্রত্যাশা করছে, আবাসন বা বাণিজ্যিক সম্পদ ক্রয়ে ইচ্ছুক সকলের জন্য এটি একটি সময়োপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কার্যকর ভূমিকা রাখবে।

বিস্তারিত জানতে ০১৭৫৫৬৬৩৬৩৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআত্মত্যাগ ও ন্যায় প্রতিষ্ঠাই কারবালার শিক্ষা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা