এক ঘণ্টার ইউএনও হলেন শিশু রাংচাকতি

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ অক্টোবর, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

বিশ্ব কন্যা শিশু দিবস উপলক্ষে গার্লস টেকওভার অনুষ্ঠিত হয়েছে। এতে ১ ঘন্টার জন্য প্রতীকি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করেছেন পেরাছড়া ইউনিয়নের ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) সদস্য রাংচাকতি ত্রিপুরা।
গতকাল বুধবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে দায়িত্ব হস্তান্তর করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন। তিনি বলেন, এক ঘন্টার জন্য কন্যাশিশু রাংচাকতি ত্রিপুরার নিকট আমাদের অফিসের নির্বাহী কর্মকর্তার দায়িত্ব হস্তান্তর করতে পেরে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বাসিত। এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একদিন দেশ এবং জাতিকে সুন্দর ভবিষ্যৎ উপহার দেবে। দায়িত্ব পালনকালে রাংচাকতি ত্রিপুরা বলেন, একজন কন্যাশিশু হিসেবে এমন একটি গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদে দায়িত্ব পালন করতে পেরে আমি আনন্দিত ও গর্ববোধ করছি। আমি বিশ্বাস করি এই আয়োজনটি সকল কন্যাশিশুদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, জাবারংয়ের নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, মাধ্যমিক উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুনিরুদ জামান চৌধুরীসহ সদর উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যানরা।

পূর্ববর্তী নিবন্ধতিনমাসে ২শ একর সরকারি জায়গা উদ্ধার, অর্ধশত দালাল চিহ্নিত
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ