এক খাপে দুই তলোয়ার থাকতে পারে না : হাসনাত

| বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ৬:৫৫ পূর্বাহ্ণ

নির্বাচনি ফায়দা নিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কিছু রাজনৈতিক দল কূটনীতিতে যুক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টিএনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র হচ্ছে। বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনি ফায়দা নিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কূটনীতিতে যুক্ত হচ্ছেন। আমরা তাদের সতর্ক করে দিতে চাই, এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না, ঠিক একইভাবে ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারবে না। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাহলে তাদেরও একই পরিণতি হবে। খবর বিডিনিউজের। কুমিল্লার শাসনগাছায় এনসিপির আয়োজনে গণইফতার ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ। অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে বলেন, আমরা চাই, স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতার পরীক্ষা হয়ে যাক।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে পরীক্ষামূলক যাত্রা করলো ফেরি কপোতাক্ষ
পরবর্তী নিবন্ধবন্দরটিলায় চাঁদাবাজি, দুজনকে ধরে পুলিশে দিল হকাররা