মেঘনা নদীতে দুই কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে, যেটি ৬ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের মাঝির হাট মৎস্য ঘাটে মাছটি বিক্রি হয়। মাছ ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে চার জন মাঝিমাল্লা নিয়ে মেঘনায় জাল ফেলেন মেদুয়া ইউনিয়নের বাসিন্দা মো. নাজিম মাঝি।
তার জালে অন্য ইলিশের সঙ্গে এই ইলিশটি ধরা পড়ে। বিকালে তিনি মাছটি আড়তে নিয়ে আনার পর ৬ হাজার ৬০০ টাকায় কিনে নেন মেহেদী হাসান নামে এক বেপারী। খবর বিডিনিউজের।
মৎস্য ঘাটের বেপারী মেহেদী হাসান বলেন, আমরা ঘাট থেকে মাছ কিনে বরিশাল ও ঢাকায় মন হিসাবে বিক্রি করি। এই ইলিশটি আড়তের ডাকে আমি সর্বোচ্চ দাম দিয়ে কিনেছি। আশা করি মাছটিতে আমি এক থেকে দেড় হাজার টাকা লাভ করতে পারব।
মাঝির হাট মৎস্য ঘাটের ইয়াছিন মাঝি বলেন, এখন নদীতে তেমন একটা ‘রাজা’ ইলিশের দেখা মেলে না। আগে এ রকম ‘রাজা’ ইলিশ দুই একটা পাওয়া গেলেও বর্তমানে একেবারেই কম।