সুখ হলো বিড়ালের মতো- আপনি যদি তাকে কাছে ডেকে আদর করেন সে আসবে না আর যখন আপনি তার প্রতি কোন খেয়াল করবেন নাূ পাত্তা দিবেন না সে আপনার কোলে না চাইলে লাফালাফি করবে। এ জীবন ঘাস ফড়িংয়ের নয়, কীটের। কত নরক যন্ত্রণা সহ্য করে এ জীবন গড়া। জীবনের অঙ্কের সংখ্যায় কত যোগ-বিয়োগ- গুণ-ভাগ। এ জীবন শীতকুয়াশার নরম-পেলব স্নিগ্ধতার গন্ধও নয়, এ জীবন নর্দমার পূঁতিগন্ধে ভরা। অনেকেই হয়তো এসবের খোঁজও রাখেন না। সর্বনাশা সময়ের সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে এসবের কোনও কিছুই হয়তো আমাদের মনে দাগও কাটেনা। দাগ কাটবেই বা কি করে ! মানুষ এখন যে এক সর্বনাশা দৌড়ের মাঠে ঘাম ঝরায়। দৌড়ে সবাইকে পিছে ফেলে এগিয়ে যাবার তাড়নায় তার পরিপাশ বেমালুম ভুলে যায় মানুষ। তাকে হয়ে উঠতে হয় স্বার্থপর । জনমানুষের এই স্বার্থপরতার নিঠুর থাবার নীচে মানুষের সম্পর্কের অনেক ছিঁটেফোঁটাই যে বেঁচেবর্তে নেই, মানুষ যে বেঁচে রয় অমানবিক এক আবর্তের নোংরা জলে- এ তারই গল্প। পড়ে থাকা সে জানা অজানা গল্পের কিছু অংশ এ জীবন। জীবন গড়ার কারিগর আজ জীবন সাজাতেই ব্যস্ত -তবুও এ জীবন আর মনের মতো করে সাজে না। জীবন নামের এ বাস্তবিক গল্পকে বাস্তবে পরিণত করতে কত যন্ত্রণা কর্মযজ্ঞের অগ্নিকুন্ডে ভরা। ছোট ছোট সাধ- ছোট ছোট সাধ্য বিলাসবহুল স্বপ্ন এ সবই বৃথা।
না -পাওয়ার দীর্ঘশ্বাসে ভরে থাকা জীবনে কিছু পাওয়ার আকাঙ্খা খুঁজে বারংবার। এ পৃথিবীতে বেঁচে থাকাটাই হলো সবচেয়ে দুর্লভ। বেঁচে থাকার যাবতীয় অনুষঙ্গ এখন নাগালের বাইরে। মানুষ হিসেবেই আজ বেঁচে থাকার স্বপ্ন টুকু বাঁচিয়ে রেখেছি কিন্তু ভিতরে মরে গিয়েছি সে কবে। সাগরের ঢেউয়ের মতো বয়ে চলা স্রোত থমকে গিয়েছে- গতিপথ হারিয়েছে নিজের ছন্দে। বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তাই আজ দুর্লভ। আজ দুঃখ কে পকেটে ভরে ঘুরে বেড়ায় মনের অজান্তে এদিক – সেদিক। এটাইতো জীবন।