কদিন আগে শেষ হওয়া প্রেসিডেন্ট’স কাপে সেরা ব্যাটসম্যান ছিলেন চট্টগ্রামের ছেলে ইরফান শুক্কুর। এবার চট্টগ্রামের আরেক তরুণ দ্যুতি ছড়ালেন ব্যাট হাতে। হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন ম্যাচে দুর্দান্ত ব্যাট করেও ৬ রানের জন্য সেঞ্চুরি পাননি শাহাদাত হোসেন দিপু। তারপরও ম্যাচের প্রথম দিনটা কেটেছে ব্যাটসম্যানদের দাপটে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম দিনে ৮০ ওভারে ৭ উইকেটে ৪০৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে টিম ‘এ।’ তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস শুরু করেন শাহাদাত। ৩৫ রান করে ফিরেন তামিম। এরপর দারুন ব্যাট করেন দিপু। চতুর্থ উইকেটে আকবর আলির সাথে ১৩৭ রান যোগ করেন দিপু। শাহাদাতের সেঞ্চুরিটা যখন কেবল মনে হচ্ছিল সময়ের ব্যাপার তখন নোমানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। ১৬২ বলে তার ৯৪ রানের ইনিংসে ছিল ১৪টি চারের মার। এরপর আকবর ও শামীম ব্যাট করেছেন অনেকটা ওয়ানডে স্টাইলে। ইনিংস ঘোষণার জন্য দ্রুত রান তোলার অভিযানে দারুণ সব শট খেলতে থাকেন দুজন। ১৩৭ বলে তিন অংক স্পর্শ করেন আকবর। সেঞ্চুরি পরও দ্রুততায় রান তুলেছেন তিনি। তাকে ফেরান শাহিন। ১৬১ বলে ১৩৬ রানের ইনিংসে ছিল ২০টি চার ও দুটি ছক্কার মার। আর শামীমর ৮টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে ৪৬ বলে করেন ৬৭ রান। ২টি করে উইকেট নিয়েছেন শরিফুল, রেজাউর এবং শাহিন।