এইচডিএস মেডিকেল এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হল ‘সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ২০২৫’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব কাজী মো. শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ওসমান গনি মনসুর। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ–পরিচালক ড. এস. এম. হাসান আলী এবং প্রভাষক মো. এবিএম মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. জিয়াউল হক। এছাড়াও অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মো. আল আমিন।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার গুরুত্ব, মানবসম্পদ উন্নয়ন এবং দক্ষতা অর্জনের অপরিহার্যতা তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করে।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সফল শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।