উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ১ মার্চ থেকে শুরু হবে। তার আগে ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কলেজগুলোকে। গতকাল বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে কলেজগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। অন্য শিক্ষা বোর্ডগুলোর জন্য একই নির্দেশনার কথা জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। খবর বিডিনিউজের।
এর আগে নভেম্বরের শুরুতে উচ্চমাধ্যমিক পর্যায়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা না নিতে কলেজগুলোকে নির্দেশ দিয়েছিল শিক্ষা বোর্ডগুলো।
অধ্যাপক কামাল উদ্দিন বলেন, কলেজগুলো যাতে নভেম্বরে টেস্ট পরীক্ষা না নেয়, সেজন্য তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নতুন নির্দেশনা অনুসারে কলেজগুলো জানুয়ারি থেকে টেস্ট পরীক্ষা নিতে পারবে। তাদের ২৬ ফেব্রুয়ারির মধ্যে ফরম পূরণ করতে হবে। ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। মার্চে ফল প্রকাশ করা হয়। পরে ২৬ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।












