এইচএমপিভি নিয়ে শাহ আমানত বিমান বন্দরে সতর্কতা জারি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৮:১১ পূর্বাহ্ণ

চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ‘হিউম্যান মেটানিউমো ভাইরাস’র (এইচএমপিভি) প্রাদুর্ভাব নিয়ে সতর্কতা জারি করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ। গতকাল বুধবার এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেন বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর।

বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিলের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনসহ উপমহাদেশের বিভিন্ন দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এমন অবস্থায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সংক্রমণ প্রতিরোধ নির্দেশনা জারি করেছে। এতে মাস্ক ব্যবহার করা। হাঁচি ও কাশির সময় নাকমুখ ঢেকে রাখা। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলা, ঘন ঘন সাবান কিংবা স্যানিটাইজার ব্যবহার করা, অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ না করা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, আক্রান্ত হলে বাড়িতে অবস্থান করাসহ ৭টি নির্দেশনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
পরবর্তী নিবন্ধইঞ্জিনিয়ার মোশাররফ ৯ মামলায় শ্যোন এরেস্ট