‘সব বাধা দূরি, এইডস মুক্ত সমাজ গড়ি’–এই প্রতিপাদ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পালিত হয়েছে ‘বিশ্ব এইডস দিবস’। এ উপলক্ষে গতকাল দুপুরে চর্ম ও যৌন রোগ বিভাগের সম্মেলন কক্ষে ‘আপডেট অব এইডস: গ্লোবাল অ্যান্ড লোকাল পারসপেক্টিভস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ডার্মাটোলজি সোসাইটি (বিডিএস) চট্টগ্রাম এবং চমেক হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগ সেমিনারটির আয়োজন করেছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিডিএস চট্টগ্রামের আহ্বায়ক অধ্যাপক ডা. মনছুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল এঙপার্ট ছিলেন বিডিএসের সাবেক সভাপতি অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম, চমেক হাসপতালের চর্ম ও যৌন রোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. শাহ আলম ও বর্তমান বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. জুনায়েদ মাহমুদ খান। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চর্ম ও যৌন রোগ বিভাগের রেজিস্ট্রার ডা. সিফাত সায়মা।
সেমিনারে বক্তারা বলেন, এইডস একটি অনিরাময় যোগ্য রোগ হলেও এআরটি নামক কার্যকর ওষুধ সেবনের মাধ্যমে একজন রোগী সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। প্রয়োজন শুধু সচেতনতা। সরকারের বিভিন্ন কার্যকর পদক্ষেপের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই রোগের প্রকোপ নিম্নমুখী। তবে এইচআইভি আক্রান্ত বিদেশ ফেরত যাত্রী ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিশেষভাবে চিকিৎসার আওতায় আনার প্রয়োজন বলে মনে করেন বক্তারা।











