চট্টগ্রামের ঐতিহ্যবাহী হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল আ্যাসোসিয়েশনের (বিহা) প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলী বাংলাদেশের পর্যটন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স আ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন।
হাকিম আলী বাংলাদেশের পর্যটন শিল্পকে গঠন ও অগ্রসর করার ক্ষেত্রে একটি চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং যুগোপযোগী সিদ্ধান্তের ফলস্বরূপ হোটেল আগ্রাবাদ ১৯৭০ সাল থেকে দেশি–বিদেশি অতিথিদের সর্বোচ্চ সেবা প্রদান করে আসছে। তিনি পর্যটনের প্রচার, প্রসারের লক্ষে বিভিন্নভাবে সহযোগিতা বৃদ্ধি এবং দেশজুড়ে হোটেল ব্যবসায়ীদের পেশাগত উন্নয়নের লক্ষ্যে উদ্যোগী ভূমিকা রেখে চলেছেন।
এইচ এম হাকিম আলীকে আগামী ২০ এপ্রিল নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিতব্য বিশেষ অনুষ্ঠানে নেপাল ইন্টারন্যাশনাল এঙিলেন্স অ্যাওয়ার্ড আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। অনুষ্ঠানে বিশ্বের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেবেন। প্রেস বিজ্ঞপ্তি।