এই শহরে একই পথ ধরে হাঁটি দু‘জন দুই সময়ে,
অথচ একসাথে হয় না হাঁটা কখনো!
এই শহরে একই আকাশে চাঁদ দেখি দু‘জনে,
তবু একসাথে হয় না দেখা সেই চাঁদ কখনো!
এই শহরে একই রেস্টুরেন্ট কিংবা
একই শপিং মলে নিত্য করি আসা–যাওয়া আমরা,
তবু এক সাথে হয় না কখনো এসব!
এই শহরে আমরা গাই প্রিয় সেই গান,
পড়ি প্রিয় কবিতাগুলো
তবু একসাথে হয় না কখনো গাওয়া
সেই গান কিংবা প্রিয় কবিতা পড়া!
এই শহরের পাশ ঘেঁষে বয়ে যায় কর্ণফুলি নদী
হাতছানি দেয় পাহাড়গুলো,
কিংবা সমুদ্র ঢেউ দিয়ে যায় হৃদয়ের পাড় ঘেঁষে,
তবু হয় না আমাদের একসাথে বসা,
একসাথে পাহাড় চড়া কিংবা হাত ধরে
একসাথে পতেঙ্গা সৈকতে সূর্যাস্ত দেখা!
এই শহরে আমরা মান–অভিমান করি
কিংবা করি যুগল সন্ধি প্রায়শই,
অথবা করি বিচ্ছেদ ভার্চুয়ালি,
অথচ কী আশ্চর্য!
এই শহর তার রূপের ডালায়
সাজিয়ে রেখেছে অনেক কিছুই,
কিন্তু আমরা পারিনি সেই সুখগুলো
কুড়িয়ে নিতে দু‘হাতে অদ্যাবধি!