এই ভোগান্তির শেষ কবে

কালুরঘাট সেতুতে কাভার্ডভ্যান বিকল, দীর্ঘ যানজট

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ৫:৪৬ পূর্বাহ্ণ

কালুরঘাট সেতুতে কাভার্ড ভ্যান বিকল হওয়ায় দুই পাশে দীর্ঘ যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রী-পথচারীদের। গতকাল সকালে এই ঘটনা ঘটে। সেতু সংশ্লিষ্টরা জানান, ভোররাতের দিকে নগরী থেকে বোয়ালখালীর দিকে আসা একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে এই দুরবস্থার সৃষ্টি হয়। গতকাল সকালে দেখা যায়, মাঝবয়সী কর্মজীবী এক নারী সেতু পার হতে গিয়ে চিৎকার-চেঁচামেচি করছেন। এসময় পরিচয় জানতে চাইলে তিনি জানান, তার নাম নাছিমা আকতার। তিনি নগরীর সিএন্ডবি এলাকায় বেসরকারি একটি কোম্পানিতে কর্মরত। সকাল ৮টার মধ্যেই তাকে কর্মস্থলে পৌঁছাতে হবে। কিন্তু দীর্ঘ যানজটের কারণে তাকে পায়ে হেঁটে সেতু পার হতে হচ্ছে। এ সময় তিনি আক্ষেপ করে বলতে থাকেন, ‘এই ভোগান্তির শেষ কবে?’
শুধু নাসিমা নয়; গতকাল সকালে এরকম হাজারো কর্মজীবী নারী-পুরুষ বিপাকে পড়েছেন। এ সময় প্রত্যক্ষদর্শী অনেকেই জানান, সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে সেতু পার হতে ভোগান্তিতে পড়তে হয়েছে। এমনকি দোহাজারী থেকে ছেড়ে আসা শহরমুখী যাত্রীবাহী ট্রেনটিও দীর্ঘক্ষণ ধরে আটকে থাকে। তবে সকাল সাড়ে আটটার দিকে কাভার্ড ভ্যানটি সরিয়ে নিলেও যান চলাচল স্বাভাবিক হতে আরো কয়েক ঘণ্টা লেগে যায়। এদিকে পায়ে হেঁটে সেতু পারাপার হতে কষ্ট হওয়ায় অনেককে ঝুঁকি নিয়ে নৌকা ও সাম্পান দিয়ে নদী পার হতে দেখা গেছে। তাহমিনা আকতার নামে কর্মজীবী এক নারী বলেন, চাকরি বাঁচাতে ঝুঁকি নিয়ে নৌকাযোগে নদী পার হতে হয়েছে। স্থানীয় গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেলিম মাহমুদ বলেন, আমি বাইক নিয়ে সকাল ৮ থেকে দীর্ঘ এক ঘণ্টা দাঁড়িয়েছিলাম সেতুর পশ্চিম পাড়ে। অবস্থা বেগতিক দেখে পরে নতুন ব্রিজ হয়ে কর্মস্থলে আসি। ব্রিজের টোল অফিসে দায়িত্বরত জাহাঙ্গীর আলম নামে এক কর্মচারী বলেন, আমরা কাভার্ড ভ্যানটি সরিয়ে নিলে সকাল সাড়ে ৯টা নাগাদ সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনা শনাক্ত আরো ৮৪ জনের
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ৮১তম ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র প্রথম