এই পৃথিবীর পান্থশালা

| বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:৫৩ পূর্বাহ্ণ

বহুমাত্রিক প্রতিবার অধিকারী আবু হেনা মোস্তফা কামাল এর ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির মুল মিলনায়তনে নরেন আবৃত্তি একাডেমি আয়োজন সম্পন্ন হয়েছে এই পৃথিবীর পান্থশালায়। অনুষ্ঠানে ছিল কথামালা, একক আবৃত্তি, বৃন্দ আবৃত্তি, দলীয় নৃত্য, গান এবং কাব্য নাটক। অনুষ্ঠান পরিচালনা করেন মিশফাক রাসেল। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আবদুর রহমান, একক আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, দেবাশীষ রুদ্র, সেলিম রেজা সাগর, নরেন আবৃত্তি একাডেমির ধীমান দাশ, সজীব দত্ত, সৈয়দ হোসেন, ওমর ফারুক, ইশফাক শুভ, মারওয়া আনজুমানে জান্নাত, আনিকা ফেরদৌস, জারিন বিনতে জসীম, সুহাইলা আফরোজ, রুপকথা দাশ, অরিত্রী দাশ, আলিনা, উদাইশা মুনতাহানা, সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অজয় চক্রবর্তী, প্রিয়ন্তী দাশ,পার্থ সেন। ছয়টি পাখির গল্প শিরোনামে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন নরেন আবৃত্তি একাডেমির শিশু শিল্পীরা। সুচনা বনিক এর নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশ করেন মাধুরী নৃত্যকলা একাডেমি ও দেশের মানুষ নদীর মানুষ শিরোনাম এ কাব্য নাটক পরিবেশন করেন নরেন আবৃত্তি একাডেমির শিল্পীরা। অনুষ্ঠানে কোরিওগ্রাফিতে হ্যাপী চৌধুরী, আলোক পরিকল্পনায় ছিলেন আজমল নবীন, ব্যবস্থাপনায় আলাউদ্দিন ফরহাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহত্যা মামলায় নাট্যনির্মাতা রাফাত মজুমদার কারাগারে
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.০৩ কোটি টাকা