এই দিনে

| শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৭:০৭ পূর্বাহ্ণ

১৬০৬ ডাচ চিত্রশিল্পী রেমব্রাঁর জন্ম।

১৮০৯ ফরাসি রাষ্ট্রতাত্ত্বিক ও সাংবাদিক পিয়ের জোজেফ প্রুদঁর জন্ম।

১৮১৫ ওয়াটারলু যুদ্ধে পরাজিত নোপালিয়ন বোনাপার্ত ধৃত ও বন্দি হন।

১৮১৭ বাংলায় রঙ্গমঞ্চ প্রতিষ্ঠার পুরোধা গেরাসিম্‌ লিয়েবেদিয়েফএর মৃত্যু।

১৮২০ বাংলার নবজাগরণের পুরোধা ও গদ্যলেখক অক্ষয় কুমার দত্তের জন্ম।

১৮২৮ ফরাসি ভাস্কর জাঁআঁতোয়াঁন উদঁর মৃত্যু।

১৮৪৮ ইতালীয় সমাজবিজ্ঞানী ভিলফ্রেদো পারেতোর জন্ম।

১৮৭১ জার্মান ভৌতরসায়নবিদ এর্নস্ট বডেনস্টেইনএর জন্ম।

১৮৯২ জার্মান লেখক ভাল্টার বেনিয়ামিনএর জন্ম।

১৯০৪ রুশ লেখক আন্তন চেখফএর মৃত্যু।

১৯০৫ নোবেলজয়ী (১৯৮৯) রুমানীয়/মার্কিন সাহিত্যিক এলিয়াস কানেত্তির জন্ম।

১৯১২ ব্রিটেনে সামাজিক জীবনবিমা কার্যক্রম চালু হয়।

১৯১৯ নোবেলজয়ী (১৯০২) জার্মান জৈবরসায়নবিদ এমিল ফিশারএর মৃত্যু।

১৯২২ নোবেলজয়ী (১৯৮৮) মার্কিন পদার্থবিদ লিও ম্যাঙ লেডারম্যান এর জন্ম।

১৯২৯ অস্ট্রীয় সাহিত্যিক হুগো ফন হফমানস্টালএর মৃত্যু।

১৯৩৫ কমিউনিস্ট আন্তর্জাতিকের ঐতিহাসিক সপ্তম কংগ্রেস শুরু।

১৯৩৯ নিউইয়র্কের ক্লারা অ্যাডামস নামে মহিলা বৈমানিক সর্বপ্রথম বিমানে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন।

১৯৭৭ রুশ লেখক কনস্তানতিন ফেদিনএর মৃত্যু।

১৯৭৭ বাংলাদেশ শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

পূর্ববর্তী নিবন্ধসড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে পথচারীর সচেতনতাও জরুরি
পরবর্তী নিবন্ধহের্মান এমিল ফিশার : সুগার রসায়নের জনক