১৫০৮ ইতালীয় স্থপতি আন্দ্রেয়া পাল্লাদিয়ো-র জন্ম।
১৫১৯ জার্মান চিত্রশিল্পী মাইকেল ভোলগেমুট-এর মৃত্যু।
১৬৩৬ চিত্রশিল্পী অ্যাড্রিয়ান ভ্যান্ডেভেল্ডে-র জন্ম।
১৬৬৭ ইংরেজ লেখক জোনাথান সুইফ্ট্-এর জন্ম।
১৬৯৪ ইতালীয় শারীরবিদ মার্চোল্লো মালাপিজি-র মৃত্যু।
১৭৫৯ মোগল সম্রাট দ্বিতীয় আলমগীর আপন মন্ত্রীর হাতে নিহত হন।
১৮১৭ নোবেলজয়ী (১৯০২) জার্মান ঐতিহাসিক টাওডর মমসেন-এর জন্ম।
১৮৩৫ মার্কিন সাহিত্যিক ও মানবতাবাদী মার্ক টোয়েন-এর জন্ম।
১৮৩৮ মেঙিকো ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮৫৮ বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর জন্ম।
১৮৬৩ উমারচরণ ভট্টাচার্য মুদ্রিত মাসিক পত্রিকা ‘সচিত্র ভারত সংবাদ’ প্রকাশিত হয়।
১৮৬৯ পদার্থবিদ্যায় নোবেলজয়ী (১৯১২) সুইডিশ বিজ্ঞানী নীলস গুস্তাফ ডালেন-এর জন্ম।
১৮৭৪ নোবেলজয়ী (১৯৫৩) ইংরেজ রাষ্ট্রনায়ক ও লেখক উইনস্টন চার্চিল-এর জন্ম।
১৯৮৪ অভিনেত্রী ও সংগীতশিল্পী ইন্দুবালা দেবীর মৃত্যু।
১৮৮৯ নোবেলজয়ী (১৯৩২) ব্রিটিশ শারীরতত্ত্ববিদ এডগার অ্যাড্রিয়ান-এর জন্ম।
১৯০০ শিক্ষাবিদ-প্রাবন্ধিক গোলাম মকসুদ হিলালীর জন্ম।
১৯০০ ব্রিটিশ নাট্যকার, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক অস্কার ওয়াইল্ড-এর মৃত্যু।
১৯০৩ লেখিকা রাধারাণী দেবীর (অপরাজিতা দেবী) জন্ম।
১৯০৮ কবি, কথাসাহিত্যিক, সমালোচক ও সম্পাদক বুদ্ধদেব বসুর মৃত্যু।
১৯০৯ সাহিত্যিক, ঐতিহাসিক ও সিভিলিয়ান রমেশচন্দ্র দত্তের মৃত্যু।
১৯১১ ঐতিহাসিক, শিক্ষাবিদ ও লেখক আবু মহামেদ হাবিবুল্লাহ্র জন্ম।
১৯১৭ আচার্য জগদীশ চন্দ্র বসুর ৫৯তম জন্মদিনে বসু বিজ্ঞান মন্দিরের উদ্বোধন করা হয়।
১৯২৬ নোবেলজয়ী (১৯৭৭) পোলিশ-মার্কিন জীববিজ্ঞানী অ্যানড্রু ভিক্তর স্কাললি-র জন্ম।
১৯৩৩ কবি ও গদ্য শিল্পী মোজাম্মেল হক-এর মৃত্যু।
১৯৩৫ পর্তুগিজ কবি ফের্নান্দো পেজোয়া-র মৃত্যু।
১৯৩৯ হাঙ্গেরীয় কমিউনিস্ট নেতা বেলা কুন-এর মৃত্যু।
১৯৬২ উথান্ট জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন।
১৯৬৬ বারবাডোস স্বাধীনতা লাভ করে।
১৯৬৬ বারবাডোজ কমনওয়েলথ-এর মধ্যে পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করে।
১৯৭৭ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (অএইঊ) প্রতিষ্ঠিত হয়।
১৯৮৪ অভিনেত্রী ও সংগীতশিল্পী ইন্দুবালা দেবীর মৃত্যু।
১৯৮৬ বাংলাদেশে এরশাদ সরকার শিক্ষাঙ্গনে রাজনীতি নিষিদ্ধ করেন।
১৯৮৭ লেখক, প্রাবন্ধিক ও নাগরিক অধিকারবাদী নেতা জেম্স্ বল্ডউইন-এর মৃত্যু।
১৯৯৪ সংগীতশিল্পী শেখ লুৎফর রহমানের মৃত্যু।
১৯৯৮ বিজ্ঞানী ও লেখক আবদুল্লাহ আল-মুতী-র মৃত্যু।